কিট শেষ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ভাইরাস পরীক্ষা বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের পরীক্ষা করা সম্ভব হয়।
Advertisement
এদিকে মঙ্গলবার (১৭ জুন) খুলনায় দুই নারীর করোনা শনাক্ত হয়। তাদের নাম সুমাইয়া ও তানিয়া। বুধবার (১৮ জুন) করুনা বেগম (৬০) নামে আরও এক নারীর করোনা শনাক্ত হয়, বৃহস্পতিবার (১৯ জুন) মো. হারুন নামে একজনের শরীরে করোনা শক্ত হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন।
এছাড়া বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে মো. হারুন নামের এক রোগীর শরীরে শনাক্ত হয়েছে করোনা। তার শারীরিক অবস্থা ভালো। তিনি বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন।
অন্যদিকে, হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন সুমাইয়া আক্তার সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং করুনা বেগম নামের একজন হাসপাতালে ভর্তি আছেন।
Advertisement
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক খান আহমেদ ইশতিয়াক বলেন, গত সপ্তাহে চাহিদা দিয়ে কিটের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। গতকালও চিঠি প্রেরণ করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত কিট চলে আসবে। কিট আসা মাত্র পুনরায় পরীক্ষা শুরু হবে। আপাতত উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরিফুর রহমান/জেডএইচ/জিকেএস