খেলাধুলা

শ্রীলঙ্কা অলআউট ৪৮৫ রানে, ১০ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কা অলআউট ৪৮৫ রানে, ১০ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল টেস্টের প্রথম ইনিংসে ১০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কাকে ৪৮৫ রানে অলআউট করে এই লিড আদায় করে নিয়েছে টাইগাররা। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে নাজমুল হোসেন শান্তর দল।

Advertisement

বাংলাদেশের মতো শ্রীলঙ্কারও প্রথম ইনিংসের শেষ দিকের উইকেটগুলোর দ্রুত পতন হয়েছে। শেষ ১০৮ রান তুলতে ৬ উইকেট হারাতে হয় লঙ্কানদের।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে বল হাতে শেষ দিকে দুর্দান্ত পারফর্ম করেন নাঈম হাসান। ১২১ রানে ৫ উইকেট শিকার করেন ডানহাতি টাইগার স্পিনার। ৩ উইকেট শিকার করেন পেসার হাসান মাহমুদ।

স্বাগতিকদের অলআউট করার পর ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ।

Advertisement

এই প্রতিবেদন খেলার সময় বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারের খেলা কোনো উইকেট না হারিয়ে ১৩ রান। সাদমান ইসলাম ১০ আর এনামুল হক বিজয় ২ রানে অপরাজিত। টাইগারদের লিড এখন ২৪ রানের।

আজ শুক্রবার ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। উইকেটে আসেন গতকালের অপরাজিত দুই ব্যাটার কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা।

দিনের শুরুতেই শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে আউট করেন নাঈম হাসান। দিনের তৃতীয় ওভারের শেষ বলে ধনাঞ্জয়াকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান ডানহাতি টাইগার স্পিনার।

৩৬ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন ধনাঞ্জয়া। ডাউন লেগের বল লঙ্কান অধিনায়কের ব্যাট হালকাভাবে ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা হয়। দলীয় ৩৭৭ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।

Advertisement

স্বাগতিকদের স্কোরবোর্ডে ৯ রান যোগ হতেই আবার আঘাত হানেন হাসান মাহমুদ। দিনের অষ্টম ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার। ১৭ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার। দলীয় ৩৮৬ রানে ষষ্ঠ উইকেট হারায় শ্রীলঙ্কা।

এরপর সপ্তম উইকেটে ৮৪ রানের জুটি করে দলকে বাংলাদেশের কাছাকাছি নিয়ে আসেন মিলান রত্মায়েকে ও কামিন্দু মেন্ডিস।

মিলানকে ব্যক্তিগত ৩৯ রানের মাথায় বোল্ড করে জু্টি ভাঙেন হাসান। এরপর উইকেটে আঠার মতো লেগে থাকা কামিন্দুকে (১৪৮ বলে ৮৭) লিটনের ক্যাচ বানান নাঈম। পরবর্তী দুই ব্যাটার থারিন্দু রত্নায়েকে ও আসিথা ফার্নান্ডোকে বোল্ড করে লঙ্কানদের প্রথম ইনিংসের ইতি টেনে দেন ডানহাতি টাইগার স্পিনার।

এমএইচ/