ক্যাম্পাস

বর্ণাঢ্য আয়োজনে জবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে জবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনব্যাপী নানান আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

Advertisement

এ উপলক্ষে শুক্রবার (২০ জুন) সকাল ১০টায় ক্যাম্পাসে উপাচার্য ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ সময় তিনি বলেন, জবিসাস গত দুই দশকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের এই অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

আরও পড়ুন শাটল বাস বৃদ্ধিসহ তিন দাবিতে জবি ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি জবি শিক্ষার্থীদের ‘আবাসন বৃত্তি’ কতটা যৌক্তিক, আদৌ কি মিলবে?

জবিসাস সভাপতি ইমরান হুসাইন বলেন, দুই দশকের এই যাত্রা আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রতি আমাদের অঙ্গীকার অব্যাহত রাখবো।

Advertisement

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো তাজাম্মুল হক, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মঞ্জুর মোর্শেদ ভুঁইয়া প্রমুখ।

এছাড়া জবিসাসের সাবেক সদস্যদের অংশগ্রহণে মিলনমেলা ও ফল উৎসবের আয়োজন করা হয়। এতে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

২০০৬ সালের ২০ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রতিষ্ঠিত হয়।

তৌফিক হোসেন/কেএসআর/এএসএম

Advertisement