জাতীয়

আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৯

আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৯

রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং প্রকল্প-২, সুনিবিড় হাউজিং এবং শেখেরটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিনে ও রাতে আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

শুক্রবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন সারাদেশে বিশেষ অভিযান, একদিনে গ্রেফতার ১৭৮২ হাসি-ঠাট্টার কল ৮৩ হাজার, নম্বর ব্লক করতে বাধ্য হচ্ছেন অপারেটর

মেহেদী হাসান বলেন, গতকাল বৃহস্পতিবার আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৯ জনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- সরোয়ার (২৬), স্বপন খাঁ (২৬), মো. সাজু (২২), শাওন (৩৯), রাব্বী (২১), রিংকু (২০), সবুজ (২০), রকি হোসেন (২৬) এবং প্রদীপ (২৮)। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান মেহেদী হাসান।

Advertisement

কেআর/কেএসআর/এএসএম