কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় লিমা আক্তার (২৪) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১টার দিকে নগরীর ট্রমা সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মোট চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই নারী।
নিহতের বড়ভাই ফয়সাল আহমেদ ভূঁইয়া শুক্রবার (২০ জুন) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত লিমা আক্তার জেলার বরুড়া উপজেলার আরিফপুর গ্রামের মৃত মোবারক হোসেন ভূঁইয়ার ছোট মেয়ে। তিনি দাউদকান্দির গৌরিপুর পালপাড়া গ্রামের সৌদি প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী। তার এক ছেলে ও মেয়ে রয়েছে।
Advertisement
পারিবার জানায়, গত ১৩ জুন ডেঙ্গুতে আক্রান্ত হলে লিমাকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কুমিল্লা ট্রমা হসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মারা যান।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ১ জুন থেকে এ পর্যন্ত উপজেলায় সর্বমোট ১৫০০ জনের ডেঙ্গু শনাক্ত হয়। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৫৭ জন। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৯ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া উপজেলার বেসরকারি হাসপাতালগুলোতে প্রায় শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। বাকিরা বাসায় বা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার পর্যন্ত মোট চারজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু রোগীদের তাৎক্ষণিকভাবে সেবা দিতে প্রস্তুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
দাউদকান্দি পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, পৌরসভার পক্ষ থেকে দুটি ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। ডেঙ্গু মশার বিস্তার রোধে মশকনিধন কর্মসূচি ও সচেতনতায় প্রচার-প্রচারোনা চালানো হচ্ছে।
জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম
Advertisement