দেশজুড়ে

দেবরের ছুরির আঘাতে প্রাণ গেলো ভাবির

দেবরের ছুরির আঘাতে প্রাণ গেলো ভাবির

জমি নিয়ে বিরোধের জেরে ঝগড়ার এক পর্যায়ে দেবরের ছুরির আঘাতে ভাবির মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (২০ জুন) সকাল ১০টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৩)। তিনি ওই গ্রামের সৌদি প্রবাসী মো. ছালাম মিয়ার স্ত্রী।

অভিযুক্ত রাকিব (২৮) নালী গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে। ঘটনার পরপরই রাকিব পালিয়ে যান।

Advertisement

পুলিশ জানায়, সালাম ও রাকিব দুজনেই বিবাহিত। দুই ভাইয়ের আলাদা সংসার। জমিজমা নিয়ে আগে থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন। শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল তুলছিলেন। এসময় রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে থেকে ধারালো ছুরি এনে সোভাকে গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তারা মৃত্যু হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। হত্যার পর অভিযুক্ত রাকিব পলাতক রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিবার থেকে লিখিত অভিযোগ করলে মামলা হবে।

মো. সজল আলী/এএইচ/এএসএম

Advertisement