জাতীয়

চট্টগ্রামে অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

চট্টগ্রামে অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় দেশে তৈরি দুটি একনালা বন্দুকসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানাধীন চুনতি বন বিভাগের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ জানায়, এসময় তাদের কাছ থেকে ৪ রাউন্ড ১২ বোর কার্তুজ, একটি রামদা, একটি টিপছুরি, দুটি চাকু, একটি লোহা কাটার যন্ত্র, দুটি শাবল, দুটি ধারালো দা, একটি টর্চলাইট, নগদ ১৬ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত চারটি মোবাইল, একটি পোর্টেবল হার্ডডিস্ক এবং ডাকাতিতে ব্যবহৃত পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। তাদের শুক্রবার (২০ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের বাঁশখালী থানাধীন কাথারিয়া ইউনিয়নের পশ্চিম কাথারিয়া গ্রামের আবুল কাশেম ওরফে জামাই কাশেম, কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড ফুলতলা গ্রামের ছাদেকুর রহমান, চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের চকরিয়া বাজার পাড়া গ্রামের কামাল এবং পূর্ব বড় ভেওলা সিকদারপাড়া গ্রামের কেফায়েত হোসেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার জামাই কাশেমের বিরুদ্ধে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, চুরিসহ ডজন খানেক এবং কামালের বিরুদ্ধে অস্ত্র এবং চুরির দুইটি মামলা রয়েছে।

Advertisement

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, লোহাগাড়া থানার একটি টিম চুনতি বাজার এলাকায় টহলরত অবস্থায় পটিয়া থানা থেকে একটি সংবাদ আসে। পুলিশ জানতে পারে, ১০-১২ জনের একটি ডাকাত দল পটিয়া থানা এলাকায় ডাকাতি করে লুট হওয়া মালামালসহ চকরিয়ার দিকে পালাচ্ছিলেন। এরপর তাৎক্ষণিক চুনতি ফরেস্ট গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপকে থামানোর সংকেত দিলে ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারজনকে গ্রেফতার করা হয়।

মো. আরিফুর রহমান বলেন, এ সময় তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক, চার রাউন্ড কার্তুজ এবং ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পটিয়া থানাধীন ফকিরপাড়া গ্রামে ডাকাতি করে মালামালসহ কক্সবাজারের দিকে পালাচ্ছিলেন বলে স্বীকার করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পটিয়া থানায় ডাকাতির মামলা এবং লোহাগাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

এমডিআইএইচ/এএমএ/এএসএম

Advertisement