মাদারীপুরে গত এক সপ্তাহে দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন চারজন।
Advertisement
শুক্রবার (২০ জুন) দুপুরে মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এই তথ্য পাওয়া গেছে।
হাসপাতালসহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুরে গত এক সপ্তাহে দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তারা দুজনই নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ও সুস্থ আছেন। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৪৬ জন রোগী নমুনা পরীক্ষা করেন। এরমধ্যে দুজন শনাক্ত হন।
এদিকে মাদারীপুরে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে মাদারীপুরের রাজৈর উপজেলায়। এ বছর মাদারীপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন চারজন। এই চারজনের মধ্যে বর্তমানে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে একজন ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও এ বছরের ১৩১ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৬২ জনই রাজৈর উপজেলার। হাসপাতালে চারজন ভর্তি ছাড়া বাকি ১২৭ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
Advertisement
রাজৈরে ডেঙ্গুতে আক্রান্ত দিনমজুর মো. রুবেল বলেন, রাজৈরের টেকেরহাট এলাকায় থাকি। তবে কীভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি, তা জানি না। হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এখন সুস্থ আছি।
ডেঙ্গুতে আক্রান্ত আরেক রোগী মেহেদী হাসান বলেন, আমি হঠাৎ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম। এখন চিকিৎসা নিয়ে সুস্থ আছি।
মাদারীপুরের উন্নয়ন সংস্থা দেশগ্রামের পরিচালক এবিএম বজলুর রহমান খান বলেন, করোনা ও ডেঙ্গু এই দুটি থেকে বাঁচতে হলে সবাইকে সচেতন হতে হবে। সবাই সচেতন হলে ও স্বাস্থ্যবিধি মেনে চললে এগুলো আর মহামারি আকার ধারণ করতে পারবে না। তাই এখনই সবাইকে সচেতন হতে হবে ও স্বাস্থ্যবিধি গুরুত্বসহকারে মেনে চলতে হবে।
মাদারীপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল বলেন, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালসহ সব সরকারি হাসপাতালে ডেঙ্গু ও করোনা ভাইরাস শনাক্তের জন্য পর্যাপ্ত কিট সরবরাহ আছে। এছাড়াও জেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ইউনিটও চালু করা হয়েছে।
Advertisement
আয়শা সিদ্দিকা আকাশী/এমএন/এএসএম