দেশজুড়ে

আ’লীগের পুনর্বাসন করতে ভারত তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে

আ’লীগের পুনর্বাসন করতে ভারত তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে

পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ভারতীয় নীতিনির্ধারকেরা অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Advertisement

শুক্রবার (২০ জুন) দুপুরে পাবনার চাটমোহর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার আফ্রাত পাড়ায় তাহের ঠাকুর নামে অসুস্থ নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের (বিএনপি) নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র কমছে না। পার্শ্ববর্তী দেশ (ভারত) যখনই দেখেছে ড. ইউনুস ও তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে তখন থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সেখান থেকে অসংখ্য কুৎসা ও অপপ্রচার চালানো হচ্ছে। ভিন্নভাবে ভিন্ন কায়দায় তাদের (ভারতের) শিষ্য-সাগরেত অর্থাৎ যে রাজনৈতিক দলটি ১৬ বছর মানুষের ওপর নির্যাতন নিপীড়ন করেছে, জনগণের টাকা লুট করেছে, সেই টাকা পাচার করেছে, তাদের পুনর্বাসনের জন্য ভারতীয় নীতিনির্ধারকেরা নানা প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, ১৬ বছরের নিরন্তর আন্দোলন ও জুলাই-আগস্টের রক্তঝরা আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। সেই পতনকে তারা সহ্য করতে পারছে না। তাই এই আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা টার্গেট করেছে, অপপ্রচার চালাচ্ছে।

Advertisement

চাটমোহরের ত্যাগী নেতা তাহের ঠাকুর সম্পর্কে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, লোহা পিটিয়ে সংসার চালিয়েও তাহের ঠাকুর দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থেকেছেন। দলকে সংগঠিত রাখার চেষ্টা করেছেন। এসব সম্পর্কে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন তাকে দেখতে আসতে, তার পাশে দাঁড়াতে।

পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম-আহ্বায়ক আনিসুল হক বাবু, তাহের ঠাকুরের ছেলে চাটমোহর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি বরিউল করিম গোলাম ও এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা আশরাফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলমগীর হোসাইন নাবিল/এমএন/এএসএম

Advertisement