দেশজুড়ে

সিএনজি-অ্যাম্বুল্যান্সের সংঘর্ষে প্রাণ গেলো দুই যাত্রীর

সিএনজি-অ্যাম্বুল্যান্সের সংঘর্ষে প্রাণ গেলো দুই যাত্রীর

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

Advertisement

শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে রামচন্দ্রপুর এলাকায় হিমালয় ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সিএনজির যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বিকেল ৬টার দিকে রামচন্দ্রপুর এলাকায় হিমালয় ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হয়। এসময় চালক ছাড়াও আরও তিন যাত্রী আহত হন। পরে আশপাশের লোকজন তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি বলেন, অ্যাম্বুল্যান্সটি পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। গাড়িতে কোনো রোগী ছিল না। হাসপাতালে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটেছে। দুই গাড়ি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/এএইচ/এএসএম

Advertisement