গল টেস্টের চতুর্থ দিন শেষ। চারদিনেই দেখা গেছে ব্যাটারদের দাপট। এখনও উইকেট ব্যাটিং সহায়কই আছে। তবে এই পিচেও দারুণ বোলিং করেছেন নাঈম হাসান। প্রথম ইনিংসে বাংলাদেশ যে ১০ রানের লিড পেয়েছে, তাতে বড় অবদান এই অফস্পিনারের। তিনি একাই শিকার করেন ৫ উইকেট।
Advertisement
ক্যারিয়ারের চতুর্থ ফাইফার নিয়ে উচ্ছ্বসিত নাঈম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা। আল্লাহ এমন একটা সুযোগ দিল। আমি খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’
উইকেটে বোলারদের জন্য তেমন কিছু নেই। এমন উইকেটে কীভাবে সফল হলেন? নাঈম বলেন, ‘উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি। আমরা চেষ্টা করছি লম্বা সময় এক জায়গায় বল করে যেতে। ক্রিকেট তো রানের খেলা। যখনই রান আসবে না, চাপে পড়লে হয়ত ভুল করবে। এই পরিকল্পনায় বল করেছি। আলহামদুলিল্লাহ, ভালো (হয়েছে)। ওদের লেফটি ৩-৪ জন ছিল, ৩ জন ছিল মনে হয়। রাইটি বেশি ছিল তাই রাইটির উইকেট নিয়েছি।’
চারদিন চলে গেছে। বাংলাদেশের লিড ১৮৭ রানের। হাতে আছে ৭ উইকেট। গল টেস্টে ড্রয়ের সম্ভাবনাই বেশি। বাংলাদেশ কি পরিকল্পনা নিয়ে নামবে পঞ্চম দিনে? নাঈম অবশ্য সেটা ফাঁস করতে চাইলেন না। বললেন, ‘এটা কালকেই দেখতে পাবেন। এটা দলের প্ল্যান আছে। কালকে ইনশাআল্লাহ মাঠে দেখতে পাবেন।’
Advertisement
এমএমআর/এএসএম