বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরানের রাজধানী তেহরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য।
Advertisement
দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা ইরান থেকে আমাদের কর্মীদের সাময়িকভাবে প্রত্যাহারের ব্যবস্থা নিয়েছি।’
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর আরও জানায়, ‘আমাদের দূতাবাস দূরবর্তী অবস্থান থেকে কাজ চালিয়ে যাচ্ছে।’
চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাজ্য জানিয়েছিল, তারা নিরাপত্তার কারণে ইসরায়েলে অবস্থিত তাদের দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সাময়িকভাবে প্রত্যাহার করছে।
Advertisement
গত ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এ অভিযানের কোডনাম ছিল অপারেশন রাইজিং লায়ন। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন।
ইসরায়েলের হামলার পর ইরানও প্রতিরক্ষা হিসেবে ইসরায়েলে হামলা চালায়। তাদের অভিযানের নাম ট্র প্রমিজ থ্রি। অষ্টম দিনে গড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত। সংঘাতে এখন পর্যন্ত দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্র: বিবিসি
বিএ
Advertisement