আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান

ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান

ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) রাতে ইরানের উত্তর-মধ্য প্রদেশ সেমনান প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। খবর আনাদোলু নিউজ এজেন্সি।

Advertisement

স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) রাত ১১ টা ১৯ মিনিটে সেমনান প্রদেশের সোরখেহের জেলার কাছাকাছি এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইরানি সংবাদ সংস্থা আইআরএনএ নিশ্চিত করেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, সোরখেহ থেকে ১৭ কিলোমিটার (১০ দশমিক ৬ মাইল) এবং সেমনান শহর থেকে ৩৬ কিলোমিটার (২২ দশমিক ৪ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

এর আগে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, উত্তর-মধ্য প্রদেশে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরান এবং আলবোর্জেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

Advertisement

তবে ওই ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় ইরানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। গত কয়েক বছরে দেশটিতে বেশ কিছু বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে।

দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি ছিল ২০১৩ সালে। সে সময় যখন দক্ষিণ-পূর্ব কেরমান প্রদেশের বাম শহরে কমপক্ষে ৩৪ হাজার মানুষ ভূমিকম্পে প্রাণ হারায়। ওেই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে পারস্য উপসাগরের উপকূলবর্তী দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়।

টিটিএন

Advertisement