টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) জুনায়েদ হোসেন (২৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
শনিবার (২১ জুন) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ পুরাতন পাড়া নেওয়াজ আলীর বাসার চতুর্থ তলা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জুনায়েদ হোসেন গাজীপুর জেলার পুবাইল থানার বসুগাঁও গ্রামের গ্রামের আলি আহমেদের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে সিলিং ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
Advertisement
আব্দুল্লাহ আল নোমান/এমএন/এএসএম