একুশে বইমেলা

হার্পার কলিন্স প্রকাশ করছে কাজী আনিস আহমেদের ‘কার্নিভোর’

হার্পার কলিন্স প্রকাশ করছে কাজী আনিস আহমেদের ‘কার্নিভোর’

ব্রিটিশ-আমেরিকান প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স থেকে প্রকাশিত হতে যাচ্ছে কাজী আনিস আহমেদের নতুন উপন্যাস ‘কার্নিভোর’। নিউ ইয়র্ক অভিবাসী একজন বাংলাদেশি শেফের অর্থ উপার্জনের এক ভিন্ন পথ বেছে নেওয়ার ঘটনাটি তার লেখায় উঠে এসেছে। এমন একটি পথ; যেটি একটি নজিরবিহীন ঘটনাও বটে।

Advertisement

প্রকাশনা প্রতিষ্ঠান হার্পার কলিন্স জানায়, ৩২০ পৃষ্ঠার ‘কার্নিভোর’ বইটি আগামী ৩০ জুন প্রকাশ হবে। বর্তমানে বইটি অ্যামাজনে অর্ডার করা যাচ্ছে। এ ছাড়া প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, অ্যামাজন ছাড়াও যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়ার বাজারে প্রিন্ট এবং অনলাইন সংস্করণে পাওয়া যাবে।

পাশাপাশি আগামী বছরের মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকায় বইটি প্রকাশিত হবে। এ ছাড়া ঢাকার বুকওয়ার্ম এবং অন্যান্য দোকানেও ইন্ডিয়ান পেপারব্যাক সংস্করণে পাওয়া যাবে। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

আরও পড়ুন প্রকাশিত হলো নববর্ষের অনন্য স্মারকগ্রন্থ সাংবাদিক ফারুক মেহেদীর বইয়ের মোড়ক উন্মোচন

বইটির আগাম প্রশংসায় ব্রিটিশ লেখক ওয়াসিম খান বলেছেন, ‘কাজী আনিস আহমেদের লেখা তীক্ষ্ণ, যা তার আখ্যানের অন্ধকার বাঁকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ! খাবারের বিলাসিতা ও রুচির বিকৃতির মধ্য দিয়ে তিনি সমাজের ক্রমবর্ধমান শ্রেণিভেদের বীভৎসতা তুলে এনেছেন।’

Advertisement

ব্রিটিশ সাংবাদিক নিনা ভদ্রেশ্বর বলেছেন, ‘‘কার্নিভোর’ একাধারে থ্রিলার, ডায়াস্পোরিক ড্রামা এবং বিলিয়নিয়ার ক্লাবের হাস্যরস সমৃদ্ধ। কাজী আনিসের নায়ক অসহায় ক্যাশ, একজন অভিবাসী বাঙালি, যে ম্যানহাটনের একটি রেস্তোরাঁ চালাচ্ছেন, যা অভিনব স্বাদ তৈরি করে—কেবল সে কিছু রাশিয়ানদের কাছে লাখ লাখ টাকা ঋণী। এটা যতটা ভারত, বাংলাদেশ আর উপনিবেশের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ পাঠ।’

লেখক কাজী আনিস আহমেদ ঢাকায় বেড়ে উঠেছেন এবং যুক্তরাষ্ট্রে পিএইচডি সম্পন্ন করেছেন। এর আগে তার একটি ছোটগল্প সংকলন, উপন্যাসিকা এবং একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। তিনি নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, গার্ডিয়ান বা অবজারভার, ফিনান্সিয়াল টাইমসসহ দেশে ও বিদেশে বিভিন্ন পত্রিকায় উপসম্পাদকীয় লিখেছেন।

এলআইএ/এসইউ/এএসএম

Advertisement