বিনোদন

নতুন করে বিয়ে, যা বললেন জয়া আহসান

নতুন করে বিয়ে, যা বললেন জয়া আহসান

তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়, মডেলিং ও চলচ্চিত্রে রাজত্ব করে চলেছেন জয়া আহসান। দুই বাংলার চলচ্চিত্রে তার অবস্থান সম্মানজনক। তবে কাজের বাইরেও তার ব্যক্তিজীবন, বিশেষ করে সম্পর্ক ও বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শক মহলে।

Advertisement

সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্ক, বিচ্ছেদ, নতুন করে বিয়ের পরিকল্পনা এবং একা থাকার সিদ্ধান্ত নিয়ে অকপটে নিজের মতামত জানিয়েছেন এই নন্দিত অভিনেত্রী।

বিয়ে প্রসঙ্গে জয়া বলেন, “বিয়ে তো যেন ‘ওল্ড স্কুল’। পৃথিবীতে যত মানুষ, তত রকম সম্পর্ক। কোনো সম্পর্কই আরেকটার মতো না। আমার জীবনে যেসব সম্পর্ক ছিল সেগুলোই আজকের আমাকে গড়ে তুলেছে। ভুলগুলোও আমার, সেগুলো নিয়েই সামনে এগিয়ে চলি। সব কিছু ফেলে দেওয়া যায় না।”

বর্তমান সময়ের সম্পর্ক নিয়ে তার পর্যবেক্ষণও জানিয়েছেন তিনি। ‘এখন তো কেউ রিলেশনশিপে যায়ই না! এখন ‘সিচুয়েশনশিপ’ চলছে। ভাবনাগুলো আছে, কিন্তু সম্পর্কটাই নেই’- বলেন জয়া।

Advertisement

একাকীত্ব কিংবা নতুন সম্পর্কে জড়ানোর পরিকল্পনার প্রশ্নে জয়া বলেন, ‘আমি কিছুই পরিকল্পনা করে করি না। যদি মনে হয় সিঙ্গেল থেকে ডাবলে যাওয়া দরকার, তখন হবে। আপাতত ভালো আছি, শান্তিতে আছি, তাই কোনো প্ল্যান নেই।’

এর আগেও ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ নিয়ে কথা বলেছিলেন জয়া আহসান। সেখানে তিনি বলেন, ‘উত্থান-পতন জীবনেরই অংশ। সেই সময়টা আমার দৃষ্টিভঙ্গিই পাল্টে দেয়। আমি কাজেই মন দিই। কাজই আমাকে সান্ত্বনা দিয়েছে। আমি সবসময় কাজের সঙ্গে থেকেছি, সেটাই আমার ভালো থাকা।’

জয়া বর্তমানে আলোচনায় রয়েছেন ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ সিনেমাটি দুটি নিয়ে। সম্পূর্ণ ভিন্ন আমেজের দুটি চরিত্রে হাজির হয়েছেন তিনি এই দুই সিনেমায়। এদিকে তার নতুন সিনেমা ‘ডিয়ার মা’ ইতিমধ্যে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ১৮ জুলাই, কলকাতায় মুক্তি পাচ্ছে এই সিনেমা।

বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। সেখানে তিনি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন।

Advertisement

এলআইএ/জিকেএস