জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের দূত ডরোথি শে হঠাৎ বলে বসেন ইসরায়েল সরকার মধ্যপ্রাচ্যে অস্থিরতা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়ে দিচ্ছে। পরে তিনি দ্রুতই নিজের মন্তব্য সংশোধন করেন।
Advertisement
মূল বক্তব্যে তিনি ইরানকেই চলমান ইসরায়েল-ইরান সংঘাতের জন্য দায়ী করেন এবং বলেন, তেহরান যদি পরমাণু কর্মসূচি সীমিত করতে একটি চুক্তিতে সম্মত হতো, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো।
বৈঠকে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলে।
ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, ইসরায়েল ও তার মিত্ররা তথাকথিত পূর্বাভাসমূলক হামলা ও অস্তিত্ব সংকটের অজুহাত দিয়ে আগ্রাসন চালাচ্ছে। এই সন্ত্রাসী রাষ্ট্রটি নিরীহ মানুষ হত্যা করছে এবং অন্যান্য দেশের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করছে। তিনি নিহত শিশুদের ছবি তুলে ধরেন, যা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে বলে দাবি করেন।
Advertisement
জবাবে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইরান নিজেকে শিকার হিসেবে উপস্থাপন করছে, অথচ তাদের আগ্রাসী, গণহত্যামূলক নীতি এই যুদ্ধের কারণ।
এদিকে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল সরকারই এই অঞ্চলের শান্তির পথে সবচেয়ে বড় বাধা।
এরদোয়ান আরও বলেন, নেতানিয়াহু সরকার একের পর এক আক্রমণ ও উসকানিমূলক পদক্ষেপ নিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে।
সূত্র: আল-জাজিরা
Advertisement
এমএসএম