বিনোদন

ইউরোপের দেশে দেশে লিজার গান

ইউরোপের দেশে দেশে লিজার গান

এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। মা হয়েছেন প্রায় এক বছর আগে। তার প্রথম সন্তান জন্ম নিয়েছে যুক্তরাষ্ট্রে। মেয়ের জন্মের পর পুরোটাই সময় দিয়েছেন পরিবারেই। সে কারণে দেশ-বিদেশের বহু স্টেজ শো থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তবে এবার গানেই ফিরলেন পুরোদমে।

Advertisement

ইতোমধ্যে ইউরোপ সফরের উদ্দেশ্যে ফ্রান্সে পৌঁছেছেন লিজা। ২২ জুন ফ্রান্সের প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে প্রথম শোতে গাইবেন তিনি। এরপর ২৯ জুন বেলজিয়াম, ৫ জুলাই সুইজারল্যান্ড, ৬ জুলাই ইতালি ও ১৩ জুলাই স্পেনে গাইবেন।

ইউরোপের এই পাঁচ দেশে গানের সফরে তার সঙ্গে মঞ্চে থাকবেন আরেক গায়িকা আয়েশা মৌসুমী।

স্টেজ শো প্রসঙ্গে লিজা বলেন, ‘একজন শিল্পীর সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে স্টেজ। এখানেই বোঝা যায় শ্রোতারা কী শুনতে চান। শ্রোতাদের সঙ্গে সরাসরি কানেকশনটা তৈরি হয়। আমি সবসময় চেষ্টা করি মৌলিক গান দিয়েই শুরু করতে। কারণ মৌলিক গানই একজন শিল্পীর আসল পরিচয়। তারপর দর্শকের অনুরোধে জনপ্রিয় গানগুলো গাই।’

Advertisement

লিজা আরও বলেন, ‘আমার মেয়েটা এখন একটু বড় হয়েছে। তাই এবার মনে হয়েছে গানে সময় দেয়া উচিত। আশা করি গানে গানে ইউরোপের প্রবাসী ভাই-বোনদের মন জয় করতে পারব।’

এদিকে এবারের ঈদেও শ্রোতাদের জন্য ছিল লিজার উপহার। প্রকাশ পেয়েছে তার দুটি গান। কিশোর দাশের সঙ্গে ডুয়েট একটি। শিরোনাম ‘ও প্রিয় ভালোবাসা নিও’। কিশোরের কথা-সুরে এবং তার ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে এটি।

আরেকটির নাম ‘কোন কথা নেই’। এই গানটি প্রচার হয়েছে ‘ইত্যাদি’তে। গানটি লিখেছেন জীবন, সুর দিয়েছেন কিশোর।

এলআইএ/জেআইএম

Advertisement