আন্তর্জাতিক

ইসরায়েলে নতুন করে হামলা শুরু করেছে ইরান

ইসরায়েলে নতুন করে হামলা শুরু করেছে ইরান

দখলদার ইসরায়েলে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

Advertisement

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর আওতায় ১৯তম বারের মতো দখলদার ইসরায়েলে আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়েছে।

গত ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এ অভিযানের কোডনাম ছিল অপারেশন রাইজিং লায়ন। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন।

ইসরায়েলের হামলার পর ইরানও প্রতিরক্ষা হিসেবে ইসরায়েলে হামলা চালায়। তাদের অভিযানের নাম ট্র প্রমিজ থ্রি। নবম দিনে গড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত। সংঘাতে এখন পর্যন্ত দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Advertisement

ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত ও তিন হাজার ৫০০ জন আহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিএ