বিনোদন

বীর যোদ্ধাদের গুরু অস্কারজয়ী অভিনেতা

বীর যোদ্ধাদের গুরু অস্কারজয়ী অভিনেতা

অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো এবার যুক্ত হচ্ছেন নতুন রূপে নির্মিতব্য ‘হাইল্যান্ডার’ চলচ্চিত্রে। এতে তিনি অভিনয় করবেন হেনরি ক্যাভিলের গুরুর চরিত্রে। ১৯৮৬ সালে মূল ছবিতে এই চরিত্রে অভিনয় করেছিলেন প্রখ্যাত অভিনেতা শন কনারি।

Advertisement

এই নতুন সংস্করণ পরিচালনা করছেন ‘জন উইক’ খ্যাত পরিচালক চ্যাড স্টাহেলস্কি। চিত্রনাট্য লিখেছেন মাইকেল ফিঞ্চ।

ছবিটি প্রযোজনা করছে অ্যামাজন এমজিএম স্টুডিওস ও ইউনাইটেড আর্টিস্টস। এর নেতৃত্ব দিচ্ছেন সাবেক নেটফ্লিক্স চলচ্চিত্র প্রধান স্কট স্টুবার। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘হাইল্যান্ডার’ প্রথম নির্মিত হয়েছিল ১৯৮৬ সালে। সেখানে অমর ও কিংবদন্তি কিছু যোদ্ধার কাহিনি তুলে ধরা হয়েছিল। ছবির মূল কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ক্রিস্টোফার ল্যাম্বার্ট। নতুন রূপান্তরে সেই চরিত্রে থাকছেন হেনরি ক্যাভিল। তাকে অমর বীরদের জীবন ও যুদ্ধকৌশল সম্পর্কে শিক্ষা দেবেন রাসেল ক্রো।

Advertisement

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে রাসেল ক্রো ছিলেন বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মুখ। ‘গ্ল্যাডিয়েটর’, ‘মাস্টার অ্যান্ড কমান্ডার’, ‘দ্য ইনসাইডার’, ‘এ বিউটিফুল মাইন্ড’ ও ‘এল.এ. কনফিডেনশিয়াল’-এর মতো ছবিতে তার অভিনয় পেয়েছে ব্যাপক প্রশংসা।

সাম্প্রতিক বছরগুলোতে তিনি অভিনয় করছেন বৈচিত্র্যময় চরিত্রে। যেমন ‘দ্য পোপ’স এক্সরসিস্ট’, ‘স্লিপিং ডগস’ কিংবা মার্ভেলের ‘ক্রেভেন দ্য হান্টার’ ছবিগুলো উল্লেখ্য।

আগামী নভেম্বরে মুক্তি পাবে তার অভিনীত ঐতিহাসিক ছবি ‘নিউরেমবার্গ’। সেখানে তিনি হিটলারের ঘনিষ্ঠ সঙ্গী হারম্যান গেরিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও তিনি কাজ শেষ করেছেন নেটফ্লিক্সের ‘ইউনাবম’, শীতল যুদ্ধভিত্তিক থ্রিলার ‘বিলিয়ন ডলার স্পাই’ এবং অ্যাকশন চলচ্চিত্র ‘বেয়ার কান্ট্রি’-তে।

এলআইএ/জেআইএম

Advertisement