রাজনীতি

ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে স্বস্তি এসেছে: খসরু

ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে স্বস্তি এসেছে: খসরু

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মতপার্থক্য থাকবেই। তবে যেসব বিষয়ে ঐক্য হবে সেসব বিষয়ে কাজ করা হবে।

Advertisement

রোববার (২২ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন

শেখ হাসিনা ও সাবেক তিন সিইসির বিরুদ্ধে বিএনপির মামলাবিএনপি মহাসচিবের সঙ্গে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আমীর খসরু বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপির পরিকল্পনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ট্রানজিশন দেখতে চান তারা।

Advertisement

এ সময় ট্যারিফ নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

কেএইচ/এএমএ/জেআইএম