ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ওরফে বাবুল মৃধার অপসারণ এবং গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Advertisement
এতে ওই সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রোববার (২২ জুন) সকাল ১০টায় ঢাকা-পটুয়াখালী জাতীয় মহাসড়কের ঝালকাঠি অংশের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে বসে অবস্থান নেন। সোহরাব হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
বিক্ষোভে অংশ নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মল্লিক বলেন, বিনাভোটে ক্ষমতায় এসে সোহরাব দপদপিয়া ইউনিয়নের জনগণকে জিম্মি করে রেখেছেন। তার দুর্নীতি, দমন-পীড়ন আর স্বেচ্ছাচারিতা দিন দিন অসহনীয় হয়ে উঠেছে। আমরা তার অপসারণ ও গ্রেফতার চাই।ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রিমন আকন বলেন, জনগণের ভোট ছাড়া ক্ষমতায় গিয়ে তিনি প্রশাসনকে ব্যবহার করে অনিয়ম চালাচ্ছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বহুবার উঠেছে, অথচ ব্যবস্থা নেওয়া হয়নি। এই আন্দোলন শুধু একজন চেয়ারম্যানের বিরুদ্ধে নয়, এটি গণদাবির অংশ।জানতে চাইলে চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ভিত্তিহীন। আমি যখন প্রথমবার চেয়ারম্যান হই, তখন কোনো রাজনৈতিক পদে ছিলাম না। পরে আমির হোসেন আমু আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব দেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
Advertisement
মো. আতিকুর রহমান/জেডএইচ/জিকেএস