ধাক্কা দিলেই বিএনপি ভেঙে পড়বে, এটি ভাবার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার (২২ জুন) দুপুরে মৌলভীবাজারের এম. সাইফুর রহমান স্টেডিয়ামে বিএনপির সম্মেলন ও কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।
Advertisement
ডা. এ জেড এম জাহিদ বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। দেশের ১৮ কোটি মানুষের মাঝে বিএনপি বিস্তৃত। তাই ধাক্কা দিলেই ভেঙে পড়বে, এটি ভাবার কোনো কারণ নেই। পলায়নকৃত স্বৈরাচারের শত ঘুম, শত হত্যা, লাখ লাখ মামলা, লাখ লাখ আসামি করেও বিএনপিকে দমিয়ে রাখতে পারে নাই।
তিনি বলেন, আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য। কোনোভাবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টির সুযোগ কাউকে দেওয়া যাবে না। এই সুযোগ কেউ যাতে নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। স্বৈরাচারের দোসররা আপনার বাড়ির আশপাশেই আছে, আপনার শহরে আছে, গ্রামগঞ্জে আছে। লুণ্ঠিত অনেক অর্থ তাদের কাছে আছে। আপনাকে বা দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করার জন্য বা কুৎসা রটানোর জন্য তারা পথ ও কৌশল অবলম্বন করতে পারে। এই ষড়যন্ত্রে কেউ যাতে আমরা পা না দেই।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, নির্বাহী কমিটির সদস্য নাসের রহমান, জেলা আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
Advertisement
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল আলম।
ওমর ফারুক নাঈম/জেডএইচ/এমএস