চট্টগ্রামের পটিয়ায় মাছবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মোরশেদ (২৪) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
Advertisement
নিহত মোরশেদ চন্দনাইশ উপজেলার দোহাজারী ফুলতলা এলাকার মোহাম্মদ মোস্তাকের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক। আহতরা হলেন, বাসযাত্রী মো. রাকিব (১৯), আরিফুল ইসলাম (৩২) মো. আলিম (৫৫), আকরাম হোসেন (৫০)।
রোববার (২২ জুন) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের বৈলতলী রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাতে গিয়ে যাত্রীবাহী শ্যামলী বাস ও মাছবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি এ সংঘর্ষের ঘটে। এতে ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় শ্যামলী বাসের বেশকিছু যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Advertisement
পুলিশ জানিয়েছে, মাছবাহী ট্রাকটি চট্টগ্রাম শহরে এবং শ্যামলী পরিবহনের বাসটি যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে বান্দরবান যাচ্ছিল।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এমডিআইএইচ/এমএএইচ/জিকেএস
Advertisement