স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা সন্তোষজনক না হওয়ায় সোমবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আলোচনা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফিরে এই কর্মসূচি ঘোষণা করেন তারা।
Advertisement
রোববার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক রোকসেদ আলম প্রধান রিয়াল বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের ১১ সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায় আলাচনার জন্য।
আরও পড়ুন তিন দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শহীদ মিনারে অবস্থানমোকসেদ আলম জাগো নিউজকে বলেন, ‘আমাদের প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে মন্ত্রণালয় থেকে গাছাড়া (অবহেলা) কথা বলে। তারা বলে, পুনরায় দরখাস্ত দিতে, যা তারা পরে বিবেচনা করবে। এটি আমাদের সঙ্গে প্রতারণার শামিল। আমরা তখনই (আলোচনা শেষে) সচিবালয় অভিমুখে মার্চ করি। আমরা বাধার শিকার হই। পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করে।’
Advertisement
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে রমনা জোনের ডিসি মাসুদ আলম আমাদের সঙ্গে কথা বলেন এবং আগামীকাল সকাল ১০টায় মন্ত্রণালয়ে আলোচনায় বসিয়ে দেবেন বলে কথা দিয়েছেন। তাই আপাতত আমরা এখানেই (শহীদ মিনার) অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো এবং আগামীকাল (২৩ জুন) সচিবালয় অভিমুখে মার্চ করবো।’
এর আগে আজ সকাল ৮টা থেকে তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।
এফএআর/ইএ/জিকেএস
Advertisement