ক্যাম্পাস

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ধর্ষণকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

Advertisement

রোববার (২২ জুন) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হয়।

মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. আল আমিন বলেন, আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। পাশাপাশি এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল বিভাগের নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং করছে। আমরা এর দ্রুত প্রতিকারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। এজন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন বিভাগ থেকে করা হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানের সূতিকাগার। বিশ্ববিদ্যালয় কোনো ধর্ষক লালন করে না। যারা অপকর্ম করেছে, এসব কুলাঙ্গাররা আমাদের ছাত্র হতে পারে না।

Advertisement

মানববন্ধনে আরও বক্তব্য দেন অধ্যাপক আব্দুল গণি, অধ্যাপক লায়লা আশরাফুন, চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফয়সাল হোসেন ও আমির হোসেন প্রমুখ।

এর আগে ১৯ জুন ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের পর থেকে বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের কয়েকজন ছাত্রী সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, সাইবার বুলিংয়ের বিষয়টা বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব সহকারে দেখছে। এ বিষয়ে একজন ছাত্রী আমাদের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। আমরা এটা নিয়ে কাজ করছি।

এর আগে নিজ ক্যাম্পাসে ধর্ষণের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ ঘটনায় তিনি সিলেট কোতোয়ালী থানায় মামলা করেন।

Advertisement

মামলার আসামিরা হলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ। এছাড়া আরও তিনজন অজ্ঞাত রয়েছেন।

নাঈম আহমদ শুভ/জেডএইচ/এমএস