দেশজুড়ে

ফেনসিডিল পাচার, মাদক কারবারির যাবজ্জীবন

ফেনসিডিল পাচার, মাদক কারবারির যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় ফেনসিডিল পাচারের ঘটনায় ইসরাফিল (৩৯) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

রোববার (২২ জুন) দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বর এ রায় ঘোষণা করেন। এসময় আদালতে উপস্থিতি ছিলেন আসামি।

দণ্ডপ্রাপ্ত ইসরাফিল দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর নতুন গ্রামপাড়ার মৃত ওসমান গনির ছেলে।

পিপি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

মামলার বিবরণ জানা যায়, ২০১৬ সালের ৮ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, ভারতীয় ফেনসিডিল পাচার হচ্ছে। এরপর ডিবির একটি দল দামুড়হুদার উজিরপুর মাদরাসার সামনে অবস্থান নেয়। এসময় বিছালি বোঝাই একটি আলমসাধু চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। গোয়েন্দা পুলিশ সিগন্যাল দিয়ে আলমসাধুটিকে থামিয়ে তল্লাশি চালায়। এতে বিছালির নিচে লুকানো ভারতীয় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঘটনার পর রাতেই জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস দামুড়হুদা থানায় দুজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই বজলুর রহমান তদন্ত শেষে একই বছরের ১১ অক্টোবর তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত মোট ১০ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার দুপুরে রায় ঘোষণা করেন।

Advertisement

হুসাইন মালিক/জেডএইচ/এমএস