বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাবেয়া (১০০) নামে এক শতবর্ষী বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের মাইঠা এলাকার বাসিন্দা।
Advertisement
রোববার (২২ জুন) বিকেল ৫টার দিকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ নিয়ে চলতি বছর বরগুনায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হলো।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকালেই জ্বর নিয়ে রাবেয়াকে হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে তাকে ভর্তি করা হয়। কিন্তু বার্ধক্যজনিত কারণে অবস্থার অবনতি ঘটে এবং বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে রাবেয়ার পুত্রবধূ মনোয়ারা বেগম জাগো নিউজকে বলেন, শাশুড়ি আমার সঙ্গেই থাকতেন। গতকাল তার জ্বর আসে। কিন্তু স্বাভাবিক ছিল। আজ সকালে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসি। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Advertisement
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকা জাগো নিউজকে বলেন, রাবেয়া নামে এক শতবর্ষী নারী ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ সকালে হাসপাতালে ভর্তি হন। বার্ধক্যজনিত কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে আরও ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এতে করে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩২৯ জনে।
বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ১৮৪ জনসহ জেলায় মোট ২২১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।
নুরুল আহাদ অনিক/জেডএইচ/এমএস
Advertisement