নীলফামারীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) বিকেলে সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
Advertisement
নিহত কৃষকের নাম কাশিনাথ রায়। তিনি একই এলাকার কঙ্গুরু বর্মণের ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক কাশিনাথ রায় ওইসময় ক্ষেতে কাজ করছিলেন। আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান।
Advertisement
তিনি বলেন, হাসপাতালে নেওয়ার আগেই কাশিনাথ রায় মারা যান। বিষয়টি পুলিশকে অবহিত করার পর মরদেহ দাহ করা প্রস্তুতি চলছে।
এসআর/এমএস