ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে মো. ইদ্রিস মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের কবজি কেটে বিচ্ছিন্ন করা হয়েছে।
Advertisement
রোববার (২২ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুরে এ ঘটনা ঘটে।
আহত বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর ইউনিয়নের রেলওয়ের মালিকানাধীন একটি পুকুর নিয়ে ইদ্রিস মোল্লা ও ইছাম উদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে এর আগেও দুই পক্ষে সংঘর্ষ হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন রোববার দুপুরে সংঘর্ষে জড়ায়।
Advertisement
এসময় ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মোল্লার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। হামলায় আমিনুল ইসলাম, হুমায়ুন কবির, মেহেদী হাসান ও পেয়ারা বেগম নামে আরও চারজন আহত হন।
স্থানীয় আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, রেলওয়ের একটি পুকুর নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/এমএস
Advertisement