দেশজুড়ে

তেলবাহী ট্যাংকারের বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

তেলবাহী ট্যাংকারের বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

পাবনার ঈশ্বরদীতে তেলবাহী ট্যাংকারের লাইনচ্যুত বগি উদ্ধারের পর খুলনা-ঈশ্বরদী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Advertisement

রোববার (২২ জুন) রাত ৮টা ৫০ মিনিটের দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন।

এর আগে বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে ঈশ্বরদী রেলগেট সংলগ্ন পাতিবিল এলাকায় ট্রেনের এক্সেল বক্স ভেঙে চাকা লাইনচ্যুত হয়।

Advertisement

হাসিনা খাতুন জানান, তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ার আধা ঘণ্টার মধ্যেই উদ্ধার কার্যক্রম শুরু হয়। প্রায় ৩ ঘণ্টা উদ্ধার কার্যক্রম চালানোর পর ট্যাংকার উদ্ধার করা হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।

শেখ মহসীন/জেডএইচ/এমএস