রাজনীতি

জনগণের টাকায় আলোচনায় বসে ফল না এলে সেটি হবে হতাশাব্যঞ্জক

জনগণের টাকায় আলোচনায় বসে ফল না এলে সেটি হবে হতাশাব্যঞ্জক

জনগণের টাকা খরচ করে আলোচনায় বসে কোনো ফলাফল না থাকলে বিষয়টি অত্যন্ত হতাশাব্যঞ্জক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

Advertisement

রোববার (২২ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণের জন্য স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের ওপর সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের আলোচনা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় বিষয়গুলোর স্বার্থে ন্যূনতম একটি জায়গায় এসে আমাদের সবাইকে একমত হতে হবে। আমাদের মধ্যকার ঐক্য মানুষের সামনে তুলে ধরতে হবে, তাহলে রাজনীতিবিদদের ওপর মানুষের আস্থা বাড়বে।

Advertisement

আরও পড়ুন

বাহাত্তরের সংবিধানের ৪ মূলনীতি বাতিল চায় এনসিপি

তিনি বলেন, আজকের আলোচনায় কোনো বিশেষ সিদ্ধান্ত হয়নি। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে কোথায় গিয়ে দাঁড়ালাম। এই যে আমরা জনগণের অর্থ ব্যয় করে আলোচনা করছি সেটার যদি কোনো ফলাফল না থাকে তবে বিষয়টি অত্যন্ত হতাশাব্যঞ্জক হবে।

তবে এখনই হতাশা ব্যক্ত করতে চান না জানিয়ে বিএনপির এ নেতা বলেন, আমরা আমাদের মতামত কমিশনকে জানিয়েছি। কিন্তু ফলাফল কী হবে সেটা আমরা এখনো বলতে পারছি না। সব রাজনৈতিক দল যেন দেশ ও জাতির মঙ্গলে একটি ন্যূনতম জায়গায় এসে ঐকমত্য সৃষ্টি করে সেজন্য জাতীয় ঐকমত্য কমিশন প্রচণ্ড চেষ্টা করছে। আমি সবাইকে আহ্বান করবো, আমরা যেন মিনিমাম ইস্যুগুলোতে একমত হয়ে ঐকমত্য সৃষ্টি করতে পারি।

তিনি বলেন, একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন সেটা নিয়ে আলোচনা হয়েছে। কেউ কেউ পরপর দুই বা তিন মেয়াদের পক্ষে। কেউ বলেছেন একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া যে এই নির্দিষ্ট সংখ্যক বছরের পর কেউ আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। তবে, আমরা বলেছি এই বিষয়গুলোর সঙ্গে এনসিসি (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) ও রাষ্ট্রপতির মেয়াদ, সংসদসহ আরও অনেক গুরুত্বপূর্ণ জটিল বিষয় জড়িত।

Advertisement

তিনি বলেন, জটিল এ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য কমিশন প্রতিটি রাজনৈতিক দলকে দুদিন করে সময় দিয়েছে। এসময়ের মধ্যে দলের সঙ্গে আলোচনা করে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত কমিশনকে জানানো হবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত জামায়াত-এনসিপি, সায় নেই বিএনপির

রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে আলোচনার ব্যাপারে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের মূলনীতির প্রশ্নে পঞ্চম সংশোধনীতে ফিরে যেতে চায় বিএনপি। পঞ্চম সংশোধনী ফেরত এলে সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও সামাজিক সুবিচার এ বিষয়গুলো সংবিধানে উল্লেখ্য রাখতে আমাদের আপত্তি নেই।

তিনটি বিষয়ের মধ্যে প্রথম দুটি বিষয় নিয়ে গভীর আলোচনা হওয়ার কারণে তৃতীয় বিষয়টি অর্থাৎ নির্বাচনী এলাকা নির্ধারণের জন্য স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের বিষয়টি আজ আলোচনা হয়নি বলে জানান তিনি।

কেএইচ/এমকেআর/এমএস