জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নানা আয়োজনে তাদের বরণ করে নেওয়া হয়।
Advertisement
রোববার (২২ জুন) আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয় শিক্ষার্থীদের। এদিন সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা ছিল।
বিভাগগুলোতে নবীন শিক্ষার্থীদের বরণ করতে ফুল, ব্যাগ, কলম, টিশার্ট উপহার দেয় বিভাগগুলো। এদিন বাংলা বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসহ বিভিন্ন বিভাগে পৃথক পৃথকভাবে বিভাগীয় প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন ক্লাস। ক্লাস শুরুর প্রথম দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ বর্ষের শিক্ষার্থী তানসেম রৌবায়েত সরকার বলেন, প্রত্যাশার থেকে আরও বেশি কিছুই পেয়েছি। সবমিলিয়ে অনেক ভালো লেগেছে। বিভাগের শিক্ষক, সিনিয়রদের আচরণে সত্যিই মুগ্ধ হয়েছি। ভালোভাবে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করতে চাই এটাই চাওয়া।
Advertisement
দর্শন বিভাগের নবীন শিক্ষার্থী রামিসা ইসলাম রুশা বলেন, শুরুতেই একটু জড়তা থাকলেও প্রথম দিন ক্লাস করে অনেক ভালো লাগছে। এটা দেখে বেশি ভালো লাগছে যে কোনো প্রকার র্যাগিং নেই। আশা করছি ভালো কিছু হবে।
এদিন ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের ফুল উপহার দিয়ে স্বাগত জানায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া ব্যতিক্রমী উদ্যোগ নিতে দেখা যায় শাখা ছাত্র শিবিরের। এদিন তারা নবীন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ শতাধিক কুরআন শরীফ উপহার দেন।
র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে তৎপর জবি প্রশাসনবিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেছেন, র্যাগিং একটি দণ্ডনীয় অপরাধ, যা আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা র্যাগিং এর বিষয়ে তৎপর আছি।
তিনি বলেন, নতুনদের আগমনকে ঘিরে ক্যাম্পাসে র্যাগিং এর ঘটনা ঘটে। কোনো শিক্ষার্থী যদি নবীনদের শারীরিক, মানসিক বা মৌখিকভাবে হয়রানির চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Advertisement
একইসঙ্গে, নবীনদের যে কোনো ধরনের হয়রানির ঘটনা বিভাগীয় ছাত্র উপদেষ্টা ও চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডি, ছাত্রকল্যাণ পরিচালক, শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটি, কোষাধ্যক্ষ কিংবা উপাচার্য অফিসে দ্রুত জানাতে অনুরোধ করা হচ্ছে।
টিএইচকিউ/এমআরএম/জেআইএম