সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রামের মতো এখন হোয়াটসঅ্যাপেও বিজ্ঞাপন দেখতে হবে। বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে শিগগির যুক্ত হচ্ছে বিজ্ঞাপন। যা ব্যবহারকারীদের না চাইলেও দেখতে হবে।
Advertisement
অন্যান্য অ্যাপ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের সময় যেমন বিজ্ঞাপনের ঝক্কি পোহাতে হয়। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে তা এতদিন ছিল না। এই মেসেজিং অ্যাপ বিজ্ঞাপন মুক্ত ছিল। যা এর জনপ্রিয়তার অন্যতম বড় কারণ।
এবার এই সুখের দিন শেষ হতে চলেছে। খুব শিগগির হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে আপনার স্মার্টফোনের স্ক্রিনে ভেসে উঠবে বিভিন্ন রকমের বিজ্ঞাপন। সম্প্রতি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, হোয়াটসঅ্যাপের বিশেষ ফিচার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানো শুরু করা হবে।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফিচারের মাধ্যমে ছবি, ভিডিও, টেক্সট মেসেজ নিজেদের ফলোয়ারদের সামনে তুলে ধরা যায়। যা ২৪ ঘণ্টা পর উধাও হয়ে যায়। এই স্ট্যাটাস চেকের সময়ই এবার বিজ্ঞাপন দেখতে হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। তবে হোয়াটসঅ্যাপ চ্যাট বা কলিংয়ের ক্ষেত্রে কোনো বিজ্ঞাপন আসবে না।
Advertisement
এছাড়া আরও এক দুঃসংবাদ অপেক্ষা করছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য। চ্যানেলের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। ভবিষ্যতে চ্যানেল প্রোমোশনের সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ। ফলোয়াররা মাসিক ফি-এর মাধ্যমে চ্যানেল সাবস্ক্রিপশন করতে পারবেন। অর্থাৎ আগামী দিনে বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যানেলে ব্রডকাস্টারের এক্সক্লুসিভ কনটেন্টের জন্য টাকা দিতে হতে পারে।
আরও পড়ুনঅন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?হোয়াটসঅ্যাপে ছবি-মেসেজে স্টিকার রিয়্যাকশন দেওয়া যাবেসূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/জেআইএম
Advertisement