রাজধানীর মিরপুর বেনারসি পল্লী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে মো. রিফাত (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ইউনিক গ্রামার স্কুল থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন।
Advertisement
রোববার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. শাহিন বলেন, আমার ছেলে ইউনিক গ্রামার স্কুল থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে। গতরাতেওর বন্ধু আসিফের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলেকে ছুরিকাঘাত করে। পরে আমরা খবর পেয়ে প্রথমে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
Advertisement
এমআরএম/জেআইএম