দেশজুড়ে

মরা মুরগি দিয়ে চলছিল রান্নার প্রস্তুতি, হোটেল মালিককে জরিমানা

মরা মুরগি দিয়ে চলছিল রান্নার প্রস্তুতি, হোটেল মালিককে জরিমানা

নাটোরের নলডাঙ্গায় মরা মুরগি রাখার দায়ে খাবারের হোটেলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

রোববার (২২ জুন) বিকেলে নলডাঙ্গা স্টেশন বাজারের খাবার হোটেল মালিক ফজল আলীকে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম আদালত পরিচালনা করেন। পরে মরা মুরগিগুলো ধ্বংস করা হয়।

জানা যায়, বিকেলে খাবারের হোটেলটিতে খামার থেকে ১০ কেজি মরা মুরগি এনে রান্নার জন্য প্রস্তত করা হচ্ছিলো। এসময় স্থানীয় জনতা বিষয়টি দেখে হোটেল মালিক ফজল আলীকে আটক করে নলডাঙ্গা উপজেলা প্রশাসনকে জানায়। খবর পেয়ে ইউএনও এসে ঘটনার সত্যতা পায়। এসময় হোটেল মালিক অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও রেদুয়ানুল হালিম বলেন, নলডাঙ্গা স্টেশন বাজারের একটি খাবারের হোটেলে ১০ কেজি মরা মুরগি রাখার অপরাধে ও হোটেল মালিক অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

রেজাউল করিম রেজা/এমএন/জেআইএম