আইন-আদালত

বায়রায় প্রশাসক নিয়োগের রায় আপিলেও বহাল

বায়রায় প্রশাসক নিয়োগের রায় আপিলেও বহাল

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে (বায়রা) প্রশাসক নিয়োগ দিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রয়েছে।

Advertisement

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বায়রার করা পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রোববার (২২ জুন) এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীদের (রিক্রুটিং এজেন্সির মালিক) পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার

এ এম মাহবুব উদ্দিন খোকন এবং আইনজীবী গাজী কামরুল ইসলাম ও মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া। লিভ টু আপিলকারীপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

Advertisement

সংশ্লিষ্ট আইনজীবীর তথ্যমতে, বায়রার নির্বাহী কমিটির (২০২২-২৪) মেয়াদ বাড়ানো, নির্বাচনের তফসিল ও পুনঃ তফসিল নিয়ে এবং প্রশাসক নিয়োগ দিয়ে বায়রায় নির্বাচন চেয়ে গত বছর পৃথক চারটি রিট করেন বায়রার কয়েকজন সদস্য ও রিক্রুটিং এজেন্সির মালিক। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ অন্তবর্তী আদেশ দেন। পরে চূড়ান্ত শুনানি নিয়ে রুল নিষ্পত্তি করে গত বছরের ২ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন।

হাইকোর্ট ওই আইনের ১৭ বিধি অনুসারে প্রশাসক নিয়োগের বিষয়টি বিবেচনা করতে বাণিজ্যসচিবকে নির্দেশ দেন। একই সঙ্গে বিধানটি (১৭ বিধি) চার সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইনের ১৭ বিধিতে নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদ বাতিল ও প্রশাসক নিয়োগ বিষয়ে বলা রয়েছে। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বায়রা চলতি বছর পৃথক লিভ টু আপিল করে, যার ওপর শুনানি হয়।

রিট আবেদনকারীপক্ষের অন্যতম আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া বলেন, আপিল বিভাগ বায়রার করা পৃথক চারটি লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। ফলে বায়রায় চার সপ্তাহের মধ্যে প্রশাসক নিয়োগ দিতে বাণিজ্যসচিবকে নির্দেশ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রইলো। দৈনন্দিন কাজের পাশাপাশি প্রশাসকের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা।

Advertisement

এফএইচ/এসএনআর/জেআইএম