খেলাধুলা

সোহানকে বাদ রেখে শামীম কেন দলে?

সোহানকে বাদ রেখে শামীম কেন দলে?

নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পারভেজ হোসেন ইমন আর তানভীর ইসলাম এর আগে ওয়ানডে দলে ডাক পেলেও অভিষেক হয়নি।

Advertisement

প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ এবং মিডল অর্ডার ব্যাটার শামীম পাটোয়ারী। তবে নুরুল হাসান সোহানের বদলে শামীম কেন বিবেচিত হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

৪ ওয়ানডের ক্যারিয়ারে শামীমের মোট রান মাত্র ১৬। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরে পাকিস্তানের বিপক্ষে লাহোরে তিন ইনিংসে করেন ৪, ৭ আর ৮। কোন বিবেচনায় তিনি ওয়ানডে দলে ফিরলেন, তা এক বিস্ময়।

নুরুল হাসান সোহান ঘরোয়া লিগে ফিনিশিং রোলে পরীক্ষিত পারফরমার। সবশেষ ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুইটি করে সেঞ্চুরি আর ফিফটিতে ৫৮ গড়ে পাঁচশর ওপর (৫২২) রান করেছেন তিনি। আছে বেশ কয়েকটি ম্যাচ জেতানো ইনিংস।

Advertisement

শামীম পাটোয়ারী সমান ম্যাচে করেছেন ৩৯৬ রান। ৫৬.৫৭ গড় হলেও সোহানের চেয়ে বেশি লাইমলাইটে ছিলেন না তিনি।

ইমন অবশ্য যোগ্যতার বলেই ওয়ানডে দলে এসেছেন। সবশেষ ডিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ১৬ ম্যাচে ২ সেঞ্চুরিসহ ৬১.৩৮ গড়ে করেছেন প্রায় সাতশ রান (৬৯৮)।

প্রায় দুই বছর পর দলে ফেরা নাইম শেখও দারুণ ফর্মে ছিলেন ডিপিএলে। ইমনের পরই তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ১১ ম্যাচে ২ সেঞ্চুরিসহ ৬১.৮০ গড়ে ৬১৮ রান করেন নাইম।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডতানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

Advertisement

এমএমআর/জেআইএম