খেলাধুলা

১০ সেভে কর্তোয়ার রেকর্ড, ১০ জন নিয়ে খেলা; যা বললেন রিয়াল কোচ

১০ সেভে কর্তোয়ার রেকর্ড, ১০ জন নিয়ে খেলা; যা বললেন রিয়াল কোচ

ম্যাচ শুরু হতে না হতেই ধাক্কা। সপ্তম মিনিটে বাচ্চাসুলভ ভুলে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন রাউল আসেনসিও। ফলে রিয়াল মাদ্রিদকে প্রায় পুরোটা ম্যাচই খেলতে হলো দশজন নিয়ে।

Advertisement

এমন এক ম্যাচেও দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে রিয়াল। মেক্সিকান ক্লাব পচুকাকে ৩-১ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখেছে জাভি আলোনসোর দল।

এই ম্যাচে যেন রিয়ালের ত্রাতা হয়ে গোলপোস্টের নিচে দাঁড়িয়েছিলেন থিবো কর্তোয়া। ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণ ও সুযোগ তৈরিতে রিয়ালের চেয়ে বেশ এগিয়ে ছিল পচুকা।

ম্যাচজুড়ে ২৫টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখে তারা। যেখানে ১০টি শট একাই সেভ করেছেন রিয়াল গোলরক্ষক, যা ক্লাব বিশ্বকাপে এক ম্যাচে কোনো গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড।

Advertisement

এই জয় রিয়ালের কোচ হিসেবে জাভি আলোনসোর প্রথম জয়, যা বুধবার আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর দলকে আবারও ট্র্যাকে ফেরালো।

ম্যাচ শেষে ‘ডাজন’-এর সঙ্গে সাক্ষাৎকারে গোলরক্ষক কর্তোয়াকে প্রশংসায় ভাসিয়ে রিয়াল কোচ বলেন, ‘আমাদের সৌভাগ্য যে গোলপোস্টে থিবোর (কর্তোয়া) মতো একজন আছে। আবারও দেখিয়েছে, সে কতটা নির্ভরযোগ্য। প্রায় পুরো ম্যাচ একজন কম নিয়ে খেলা সত্যিই পরীক্ষা ছিল। আমরা দুর্দান্ত খেলে সেটা করতে পেরেছি; যেমনটা আমাদের দরকার ছিল।’

এমএমআর/জেআইএম

Advertisement