টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) রাতে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সোনারতরী স্কুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
নিহত সাদ্দাম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় আবদুল কাদেরের ছেলে। তারা দীর্ঘদিন ধরে সখীপুর পৌরসভা এলাকায় বসবাস করছেন।
নিহতের বাবা আবদুল কাদের জানান, ছেলে রাতে নিজ বসতঘরের খাটের ওপর বসে মোবাইল ব্যবহার করছিল ও পা দুলাচ্ছিল। খাটের নিচ থেকে দোলানো পায়ে বিষধর সাপে কামড় দেয়। পরে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে রাতে মির্জাপুর হাসপাতালে রেফার করলে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
নিহতের বাবা আরও জানান, সাদ্দাম এক সন্তানের জনক। তিনি ভ্যান চালিয়ে ও রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালাতেন।
Advertisement
আব্দুল্লাহ আল নোমান/এমএন/জেআইএম