ইরানের রাজধানী তেহরানে দেশটির গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোগুলোতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অবকাঠামাগুলোর মধ্যে ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সদর দপ্তরও রয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (২৩ জুন) ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।
Advertisement
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন অংশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। এসব এলাকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার খবর মিলেছে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজগুলো যাচাই করেছে আল জাজিরা।
اسرائیل کا تہران پر حملہ pic.twitter.com/FiQRMspNgR
— Muhammad Umair (@MohUmair87) June 23, 2025এর আগে, তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক আলী হাশেম জানিয়েছিলেন, শহরের উত্তর অংশে কমপক্ষে তিনটি ‘বিশাল বিমান হামলা’ হয়েছে।
Advertisement
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, আমাদের সেনাবাহিনী ‘তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারী লক্ষ্যবস্তু ও দমনকারী সংস্থাগুলো’ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
সোমবার (২৩ জুন) এক্স পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লেখেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদর দপ্তর, আইআরজিসির অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর, এভিন কারাগার ও ফিলিস্তিন স্কয়ারে অবস্থিত ‘ইসরায়েল ধ্বংস’ ঘড়িতে হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, ইসরায়েলে ছোড়া প্রতিটি ‘গুলির’ জন্য, ইরানি ‘স্বৈরশাসককে’ শাস্তি দেওয়া হবে ও পূর্ণ শক্তিতে আক্রমণ চলতে থাকবে।
সূত্র: আল জাজিরা, এএফপি
Advertisement
এসএএইচ