খেলাধুলা

দ্বিতীয় টেস্টের আগ মুহূর্তে শ্রীলঙ্কা দলে পরিবর্তন

দ্বিতীয় টেস্টের আগ মুহূর্তে শ্রীলঙ্কা দলে পরিবর্তন

আগামী ২৫ জুন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করবে বাংলাদেশ। ম্যাচের দুই দিন আগে লঙ্কান স্কেয়াডে এসেছে আকস্মিক পরিবর্তন। সাইড স্ট্রেইন চোটে দল থেকে ছিটকে গেছেন ডানহাতি পেসার মিলান রত্নায়েকে। বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দো।

Advertisement

কলম্বোতে দ্বিতীয় টেস্ট স্কোয়াডে আরও একটি পরিবর্তন ছিল অনুমিতই। কারণ, গল টেস্টের মাধ্যমে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তার জায়গায় দলে এসেছেন ২২ বছর বয়সী স্পিন অলরাউন্ডার দুনিথ ওয়াল্লালাগে।

গলে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চোট পেয়ে একবার মাঠ ছেড়েছিলেন মিলান রত্নায়েকে। পরে ফেরত এসে ৩ উইকেট শিকার করেন। আর দ্বিতীয় ইনিংসে নেন ১ উইকেট।

মিতব্যয়ী বোলিংয়ের পর ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মিলান। প্রথম ইনিংসে কামিন্দু মেন্ডিসের সঙ্গে সপ্তম উইকেটে ৮৪ রানের জুটিতে ৩৯ রান করেন ৮৩ বল খেলে।

Advertisement

কলম্বো টেস্টের একাদশে ওয়াল্লালাগে দখল করতে পারেন অন্য স্পিনার থারিন্দু রত্নায়েকের জায়গা। আর ম্যাথিউজের বদলি হিসেবে এগিয়ে আছেন পাসিন্দু সুরিয়াবান্দারা ও পবন রত্নায়েকে।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের পর চলতি বছরে আর কোনো টেস্ট খেলবে না শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের স্কোয়াড:

ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, দুনিথ ওয়াল্লালাগে, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, প্রভাত জয়াসুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধনাঞ্জয়া, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ইসিথা বিজেসুন্দারা।

Advertisement

এমএইচ/এমএস