মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে রোহিঙ্গা নারী-শিশুসহ ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। তাদের মধ্যে ৮ জন শিশু, ৪ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছেন।
Advertisement
সোমবার (২৩ জুন) ভোরে এসব ব্যক্তিদের সীমান্তবর্তী চা বাগানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা আটক করেন। পরে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটকদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক চৌধুরী জানান, বিএসএফ সীমান্ত দিয়ে অবৈধভাবে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ঠেলে পাঠাচ্ছে। সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হলেও এ ধরনের ঘটনা থেমে নেই।
Advertisement
তিনি আরও জানান, সোমবার সকাল ৭টার দিকে আটক ১৬ জনকে বিজিবির টহল দল সীমান্ত এলাকা থেকে ধরে আনে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি। যাচাই-বাছাই শেষে যথাযথ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, বিজিবি ১৬ জনকে থানায় হস্তান্তর করেছে। বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে এবং রোহিঙ্গাদের সংশ্লিষ্ট দফতরে হস্তান্তর করা হবে।
ওমর ফারুক নাঈম/জেডএইচ/এমএস
Advertisement