জাতীয়

নারীর সঙ্গে সেই ডিসির আপত্তিকর ছবি-ভিডিও, সত্যতা যাচাইয়ে কমিটি

নারীর সঙ্গে সেই ডিসির আপত্তিকর ছবি-ভিডিও, সত্যতা যাচাইয়ে কমিটি

এক নারীর সঙ্গে শরীয়তপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের অন্তরঙ্গ ছবি ও ভিডিও প্রকাশ সংক্রান্ত ঘটনা তদন্তে কমিটি করেছে সরকার।

Advertisement

ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদকে আহ্বায়ক করে রোববার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ অধিশাখার যুগ্ম সচিব মো. নূরুল হককে কমিটির সদস্য এবং মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের যুগ্ম সচিবের নিচে নয়- এমন একজন প্রতিনিধিকে কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

Advertisement

মোটা অংকের টাকা না দেওয়ায় ব্ল্যাকমেলের শিকার, দাবি ডিসির

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আশরাফ উদ্দিনের শৃঙ্খলা পরিপন্থি আচরণের সত্যতা যাচাইয়ে কমিটি করা হয়েছে। কমিটিকে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে মতামতসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ছবি ও ভিডিও প্রকাশের পর শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনকে গত শনিবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আরএমএম/এমকেআর/এমএস

Advertisement