আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ জুন ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ জুন ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে: যুক্তরাষ্ট্রকে আইআরজিসির হুমকি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ শুরু করেছে এবং ইরানের পবিত্র মাটিতে আঘাত করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ, অনুশোচনা করার মতো, অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে, যা হবে শক্তিশালী ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযানের মাধ্যমে।

ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিলেন ট্রাম্প

Advertisement

বোমা হামলার পর ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, রেজিম চেঞ্জ শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে ঠিক না হলেও, যদি বর্তমান ইরানি সরকার ইরানকে আবার মহান (গ্রেট) করতে না পারে, তাহলে সরকার পরিবর্তন কেন হবে না?

শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের ‘উসকানিমূলক ও বেপরোয়া’ কর্মকাণ্ডের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী (শিক্ষা ও গবেষণা শাখা) সাঈদ খতিবজাদে। তিনি বলেন, ইরান এ পর্যন্ত যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা ছিল ইসরায়েলের অবৈধ ও বেপরোয়া কর্মকাণ্ড থামানোর প্রয়াস। কিন্তু পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে আমাদের প্রতিরোধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ

Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক ইমেইল বার্তায় কাতারের মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘সতর্কতার অংশ হিসেবে’ এই পরামর্শ দেওয়া হয়েছে। তবে এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত। তিনি আরও বলেছেন, যে অভিযোগে ইরানে আগ্রাসন চালানো হচ্ছে, তা ‘ভিত্তিহীন’। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার (২৩ জুন) রাশিয়ার রাজধানী মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৈঠকের শুরুতেই এসব কথা বলেন পুতিন।

ইরানের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে দেশটির গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোগুলোতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অবকাঠামাগুলোর মধ্যে ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সদর দপ্তরও রয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (২৩ জুন) ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।

যেভাবে ইরানে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনা করে যুক্তরাষ্ট্র

টানা ১৮ ঘণ্টার ফ্লাইট, মাঝপথে একাধিকবার জ্বালানি নেওয়া, আর ধারাবাহিক বিভ্রান্তিকর মহড়া– এভাবেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার অভিযান সম্পন্ন হয়েছে। ইরানে হামলার প্রসঙ্গে এসব তথ্য দিয়েছেন মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ পদে থাকা ফোর-স্টার জেনারেল এবং জয়েন্ট চিফস অব স্টাফ-এর চেয়ারম্যান ড্যান কেইন।

ইরান-ইসরায়েল সংঘাত, বিশ্ববাজারে তেলের দাম বাড়লো

ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। এই সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। মিত্র দেশ ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রও ইরানে হামলা চালিয়েছে। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর সপ্তাহের প্রথম লেনদেনের দিনে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে দেখা গেছে।

বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক অর্থনীতি-বাণিজ্যের ঊর্ধ্বে: মমতা

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধকেন্দ্রিক আত্মিক সম্পর্ক রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে বলে মন্তব্য করেছেন পশ্চিবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর পাশাপাশি, ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার (২৩ জুন) কলকাতায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

হরমুজ প্রণালি চালু রাখতে চীনের দ্বারস্থ হলো যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি বন্ধ না করার বিষয়ে ইরানকে রাজি করানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে একথা জানিয়েছেন। এর আগে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির কর্মকর্তারা।

এসএএইচ/এমএস