বর্তমান সময়ের আগ্রাসী জাতীয়তাবাদ মানুষকে শত্রুতে পরিণত করছে বলে অভিমত ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
Advertisement
এ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয়তাবাদ দুই ধরনের—আগ্রাসী ও আত্মরক্ষামূলক। একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল আত্মরক্ষার জন্য লড়াই। আর এখনকার আগ্রাসী জাতীয়তাবাদ মানুষকে শত্রুতে পরিণত করছে। হিটলার-মুসোলিনির সময় যা ঘটেছে, আজও তার প্রতিধ্বনি শোনা যায়।
সোমবার (২৩ জুন) বিকেলে বাংলা একাডেমিতে দেশের এ প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও সমাজচিন্তকের ৯০তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘একাত্তরের মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদের ভূমিকা’ শিরোনামের আলোচনায় অধ্যাপক সিরাজুল ইসলাম আরও বলেন, পুঁজিবাদ মানুষকে পণ্য বানিয়েছে, প্রকৃতিকে বানিয়েছে শত্রু। সমাজকে বদলাতে হলে দরকার ব্যক্তি মালিকানার অবসান। দরকার সামাজিক মালিকানা। প্রয়োজন আন্তর্জাতিক সামাজিক বিপ্লব।
Advertisement
এ শিক্ষাবিদ বলেন, পুঁজিবাদ প্রাথমিকভাবে সামন্তবাদ থেকে মুক্তি দিয়েছিল, কিন্তু এখন তা দুর্নীতি, দমন আর মানবিক সংকটের রূপ নিয়েছে। মুনাফা হয়েছে কেন্দ্রীয় গতি, মানবিকতা হয়েছে উপেক্ষিত। নারী নির্যাতনের ঘটনা, বিশেষ করে লামিয়া আক্তারের আত্মহত্যার মতো ঘটনা এ ব্যবস্থার নৈতিক দেউলিয়াত্বেই প্রমাণ।
আলোচনা পর্বে আরও অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা মুজাহিদুল ইসলাম সেলিম, অধ্যাপক শুভ্রাংশু চক্রবর্তী, লেখক আবু সাঈদ খান, কবি সাজ্জাদ শরিফ ও সমাজকর্মী রাজেকুজ্জামান রতন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক পারভীন হাসান, সঞ্চালনায় ছিলেন অধ্যাপক আজফার হোসেন।
‘নতুন দিগন্ত’ পত্রিকা পরিবারের আয়োজনে অনুষ্ঠানে আলোচনা পর্ব ছাড়াও ছিল সাংস্কৃতিক পরিবেশনা। শুরুতে সংগীত পরিবেশন করে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। শেষে মঞ্চস্থ হয় বিখ্যাত চীনা লেখক লু স্যুনের গল্প অবলম্বনে নাটক ‘ক্রীতদাস কথা’।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ১৯৩৬ সালে মুন্সীগঞ্জের বাড়ৈখালী গ্রামে জন্মগ্রহণ করেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণআন্দোলনসহ দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি ছিলেন সক্রিয় চিন্তক ও লেখক। শিক্ষকতা, গবেষণা ও প্রবন্ধ-নিবন্ধের মাধ্যমে সমাজ বদলের ধারায় রেখেছেন অবিচল ভূমিকা।
Advertisement
ইংরেজি সাহিত্যে ডিগ্রি অর্জন করেছেন ঢাকা, লিডস ও লেস্টার বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১১৬টি।
এফএআর/এমকেআর/এমএস