দেশজুড়ে

মেহেরপুরে যুবলীগ নেতা গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুন) বিকেলে উপজেলার উত্তরপাড়ার বাড়ির সামনে তাকে গ্রেফতার করা হয়।

শফি কামাল পলাশ ওই উত্তরপাড়ার মৃত কাওসার আলীর ছেলে। তিনি গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রভাষক।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে গেল বছরের নভেম্বর মাসে গাংনী থানায় দায়েরকৃত ওই মামলার আসামি দেখিয়ে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।’

আসিফ ইকবাল/আরএইচ/এএসএম