গাজীপুরে শিল্পকারখানায় চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে মহানগর বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
Advertisement
রোববার (৬ জলাই) সন্ধ্যায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল হালিম মোল্লা, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল হাসান ওরফে স্বপন এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম ওরফে সাথী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কার্যকলাপ দলীয় শৃঙ্খলা এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি। সুতরাং এসব কর্মকাণ্ডের জন্য তাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে।
Advertisement
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই চারজনের বিরুদ্ধে গাজীপুর-টঙ্গীসহ বিভিন্ন এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে দল এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর জায়গা নেই। এসব বিষয় সরাসরি দলের হাইকমান্ড পর্যবেক্ষণ করছেন। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে দল কঠিন সিদ্ধান্ত নেবে।
মো. আমিনুল ইসলাম/এমকেআর
Advertisement