সাহিত্য

সমান্তরাল মুখোশ এবং অন্যান্য কবিতা

সমান্তরাল মুখোশ এবং অন্যান্য কবিতা

সমান্তরাল মুখোশ

Advertisement

তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে—একেবারে পঁচা ও বাসি দুর্গন্ধতোমার নিঃশ্বাসে বিকট বিষযা হওয়ার তা হয়েই গেছে;মুখ দিয়ে বেরোনো দুর্গন্ধ নয় যেন এক-একটা মারণাস্ত্রছুটে যাওয়া বুলেট আর ফিরিয়ে নেওয়া যায়?

আমি ডাক্তার ভেবে কাছে গিয়েছিতুমি আপদ-নাড়ি ভেবে সন্তান-নাড়ি কেটে দিয়েছোইচ্ছে করে নাকি ফাঁকি-দিয়ে এখনো বুঝতে পারিনি!

তোমার চোখ নেই—শুধুই কাচতোমার কণ্ঠ নেই—শুধুই ঠোঁটের পেছনে মাংসতোমার কান আছে—শোনো কম, মুখে বলো বেশিতোমার পিঠ যুদ্ধক্ষেত্রের সম্প্রসারিত বিস্তৃতি।

Advertisement

****

চশমা

এক দুই তিন...হরিণ থেকে হরিণের দলগোধূলির রংধনু ছড়িয়ে বিস্তৃত হয় আকাশ।

আমেরিকান-চশমায় দেখা যায় নাচায়না-চশমায় বোঝা যায় না—ঘোলাটে, অস্পষ্ট আকাশ।

Advertisement

আমি তো চশমা ছাড়া কিছুই দেখতে পারি নালোকে বলে, ‘হরিণের দল’শুনে শুনে আমিও বলি, ‘হরিণের দল’আবার লোকে বলে, শকুন ওড়ে তাই ঘোলাটে আকাশআমিও বলি, শকুন ওড়ে আকাশেমানে আমার চশমা যা বলতে বলে তা-ই বলি।

****

একলার দল

ঝোঁপের আড়ালে বিপদ লুকিয়েনা, আছে জাদুলুকিয়ে দেখা চুটিয়ে প্রেমঅনেক সমধুর

বিপরীত স্রোত একলা চলাবসুন্ধরা তারপ্রতিবাদী সাহসীর অপর নাম ছোট দলে থাকাকিংবা একলার দল।

এসইউ/এমএস