সারাদেশে ইলিশের দাম নিয়ে যখন হইচই তখন জেলেরা ভুগছেন ইলিশ সংকটে আর ক্রেতারা হতাশ দাম নিয়ে। এমতাবস্থায় পটুয়াখালীর কলাপাড়ায় জামাল মাতুব্বর নামের এক জেলের জালে ধরা পড়লো ২ কেজির এক ইলিশ যা বিক্রি হলো ৭ হাজার সাতশো টাকায়।
Advertisement
রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার আশাখালী মাছ বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে এক লাখ ৪০ হাজার টাকা মণ উঠলে। ২ কেজি দুইশো গ্রাম ওজনের ইলিশটিকে ৭ হাজার সাতশো টাকায় বিক্রি করেন জেলে জামাল মাঝি। মাছটি কিনে নেন বন্ধন ফিসের মালিক মো. জাহিদুল ইসলাম।
মাঝি জামাল মাতুব্বর জানান, শনিবার সমুদ্রে মাছ ধরতে নেমে আবহাওয়া খারাপ হওয়ায় তীরে চলে আসেন৷ ইলিশ মাছ কম তবে একটি ইলিশ ৭ হাজার সাতশো টাকায় বিক্রি করেছেন তিনি। ফলে কম মাছ পেলেও খুব ভালো লাগছে। এর চেয়েও বড় ইলিশ সমুদ্রে পাওয়া যায়, তবে এখন দাম অনেক হওয়ায় যা দাম এসেছে তাতে পুষিয়ে যায়।
বন্ধন ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, গত ১১ জুন ৬০ দিনের অবরোধ শেষ হলেও কয়েকবার আবহাওয়া খারাপ হওয়ায় জেলেরা ঠিকমতো মাছ ধরতে পারছে না। তবে রোববার জেলে জামাল একটি মাছ প্রায় ৮ হাজার টাকায় বিক্রি করেছেন। এটা তার জন্য অনেক আনন্দের। মাছটি কিনে ঢাকায় পাঠিয়েছি।
Advertisement
উপজেলার বেশ কয়েকটি মাছের বাজারে কথা বলে জানা যায়, ইলিশ সংকট হলেও তার দাম আকাশচুম্বী। এক কেজির উপরের ইলিশ বিক্রি হয়েছে এক লাখ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মণ পর্যন্ত। ৮০০ থেকে ৯০০ গ্রাম ইলিশ ৯৫ থেকে ৯৮ হাজার টাকা, ৬০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ৭০ হাজার থেকে ৮৫ হাজার টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ ৬৫ থেকে ৬৮ হাজার টাকা, ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ ৬০ হাজার টাকা ও জাটকা ৪৫ হাজার টাকা মণে বিক্রি হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৬০ দিনের অবরোধ সঠিকভাবে পালন হওয়ায় সাগরে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তবে বৈরী আবহাওয়ায় জেলেরা ঠিকমতো মাছ ধরতে ব্যর্থ হচ্ছেন। আবহাওয়া ঠিক হলে মাছের পরিমাণও বৃদ্ধি পাবে, আর দামও নাগালে চলে আসবে।
আসাদুজ্জামান মিরাজ/এফএ/জিকেএস
Advertisement